গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা গতকাল মঙ্গলবারের চেয়ে আজ কিছুটা স্থিতিশীল রয়েছে। তার নিউমোনিয়ার পরিমাণ আর অবনতি হয়নি। তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়াই চলছেন। তার গলার ব্যথা কিছুটা কমেছে।
বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন ডা. জাফরুল্লাহর চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মামুন মোস্তাফি।