খুলনা প্রতিনিধিঃ সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা করোনা হাসপাতালে ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত সুলতানা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ৪৩ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ১৭ জন, ইয়ালোজোনে ১৭ জন এবং আইসিইউতে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৭ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে এইচডিইউতে একজন চিকিৎসাধীন। এছাড়া হাসপাতালের আরটি পিসিআর মেশিনে ১৪ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।