ইবাংলা রূপসা প্রতিনিধিঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর অর্থায়নে রূপসায় মোটর শ্রমিক ইউনিয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় পূর্ব রূপসাস্থ খুলনা আন্তঃজেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারুন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবীদ আজাদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, নৈহাটী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, আব্দুস সালাম মূর্শেদী এমপি’র প্রধান সমন্বয়ক যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা মোঃ আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঈন উদ্দিন চৌধুরী, মোঃ নাজির শেখ, আব্দুস সালাম মূর্শেদী সেবা সংঘর টিম লিডার যুবলীগ নেতা শামসুল আলম বাবু, সরদার জসিম উদ্দিন, শাহনেওয়াজ কবির টিংকু, মোঃ তরিকুল ইসলাম, আজগর আলী, ফুটবলার আব্দুল হামিদ ভাষানী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মঈন উদ্দিন, শ্রমিক নেতা মোঃ আরিফুল ইসলাম,ইউপি সদস্য মোঃ মাসুম শেখ, যুবলীগ নেতা শেখ সাগর, ছাত্রলীগ নেতা মোঃ রাসেল শেখ, নোমান সৈকত ও মোঃ রিয়াজ শেখ প্রমুখ।