রূপসা প্রতিনিধিঃ প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ফেইজবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় রূপসা উপজেলার আইগাতির রাজাপুর এলাকার নারান সাহা (৫২) কে আটক করেছে পুলিশ। পুলিশ ও একাধিক সূত্রে জানা গেছে রাজাপুর এলাকার হার্ডওয়াডের দোকানী, মৃত গৌর পদ সাহার পুত্র নারান সাহার ফেইজবুকে ইসলামের শ্রেষ্ঠ নবীজী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য গতকাল ১৯ মার্চ উক্ত এলাকার মানুষের দৃষ্টিগোচর হয়। মুহুর্তের মধ্যে বিষয়টি মুসল্লীসহ সাধারণ জনগনের মধ্যে জানাজানি হলে তারা বিক্ষোভে ফেটে পরেন। দেখতে দেখতে রাজাপুর এলাকায় অবস্থিত নারান সাহার বাড়ির সামনে ৪ শতাধিক জনতা জড়ো হয় এবং দোষী নারান সাহাকে আটক পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পরিস্থিতি সামাল দিতে থানা পুলিশের পাশাপাশি জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার মাহাবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, সহকারী তমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। এ বিষয়ে কথা হয় অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেনের সাথে। তিনি জানান অভিযুক্ত নারান সাহাকে খুলনা থেকে পুলিশ আটক করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।