তেরখাদা প্রতিনিধিঃ আজ মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে দিনব্যাপী কৈশোর স্বাস্থ্য বিষয়ক তথ্যকণিকা(গেটকিপার ও কমিউনিটির জন্য) ওরিয়েন্টেশন অব গেইটকিপারস অন এ্যাডলোসেন্ট হেলথ এর (১ম ব্যাচ) উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, আজগড়া ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়,মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহিম, মেডিকেল অফিসার ডাঃ মুনতাসির মেহরান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম জুম্মান, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার,প্রধান শিক্ষক আশীষ কুমার বাইন, প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক,সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজিবুল ইসলাম মাসুম, ভারপ্রাপ্ত সুপার মাওলানা ওসমান গণি,মাওলানা মোঃ আব্বাস আলী। ওরিয়েন্টেশনে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।