তেরখাদা প্রতিনিধি খুলনাঃ তেরখাদা উপজেলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গতকাল দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য আপা,জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা সরদার আমির হোসেন, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। তথ্য সেবা কর্মকর্তা (অঃ দাঃ) বনশ্রী বিশ্বাস এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিভিন্ন এলাকা থেকে আগত নারী সংগঠনের নেতৃবৃন্দ।