খুলনা প্রতিনিধিঃ আনন্দমূখর পরিবেশে খুলনার রূপসায় বর্ষবরণ উপলক্ষ্যে বিশাল মঙ্গল শোভাযাত্রা ও র্যা লী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা চত্বর হতে বাংলা নববর্ষকে বরণ করতে এক দৃষ্টিনন্দন বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্বরে মিলিত হয়। এসময় উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামালউদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার রূবাইয়া তাসনিম, থানার ওসি সরদার মোশারেফ হোসেন,মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা প্রমূখ। এসময় শোভাযাত্রার সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করে।